আসসালামু আলাইকুম, সবাই
কেমন আছেন? আমি আজ আপনাদের মাঝে বাংলাদেশের জনপ্রিয় অশ্লিল লাইভ চ্যাটিং সাইট বিগো
লাইভ নিয়ে কিছু কথা বলবো। আশা করি সবাই মনযোগ দিয়ে পড়বেন এবং সচেতন হবেন ও
প্রতিরোধে এগিয়ে আসবেন।
বর্তমানে বাংলাদেশ সহ পৃথিবির
অনেক দেশে লাইভ চ্যাটিং এর জন্য জনপ্রিয় সাইট হিসেবে পরিচিত মোবাইল লাইভ চ্যাট এর
মোবাইল এপস বিগো লাইভ। বিগো লাইভের মাধ্যমে পৃথিবীর সকল দেশের মানুশের সাথে লাইভে
কথা বলার সূযোগ রয়েছে কিন্তু এখানে যে লাইভ চ্যাটিং এর কোন প্রাইভেসি নাই এবং মানা
হচ্ছে না কোন নিয়ম। এই সুযোগটাকেই কাজে লাগাচ্ছে কিছু অসাধু মানুষ, এখানে লাইভে
এসে অনেক ছেলেমেয়ে যেসব অশ্লিল ও খারাপ কাজ অবলীলায় করছে তা যাত্রাপালার চেয়েও ভয়ংকর।
কিছুদিন আগে আমাদের
মাননীয় টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছিলেন, বাংলাদেশ থেকে সকল পর্ণ
সাইট বন্ধ করা হবে এবং যারা পর্ণ দেখবে তাদের পরিচয় প্রকাশ করা হবে কিন্ত দেখা যাচ্ছে
সবচেয়ে বড় পর্ণ সাইট (নামটা বললাম না) বন্ধ করা হয় নাই। বিগো লাইভে চ্যাটিং এর মাধ্যমে অশ্লিলতার নতুন দ্বার খোলা
হয়েছে।
অপ্রাপ্ত্য বয়স্কদের প্রবেশ নিষেধ লীংকঃ Click Here,,,,,,,,,,,
ইউটিউব লিংকঃ click here,,,,,,,,,,,,,,,,
বাংলাদেশের কিছু
কুলাংগার বিগো লাইভ ব্যবহার করে এর অপব্যবহার তো করছেই পাশাপাশি বাইরের দেশের
অশ্লিলতা সকল পর্ণ কে হার মানাচ্ছে, এখানে যদিওবা বয়সের কথা বলা হয়েছে টা মানার
কোন নিয়ম নাই। জাস্ট একটা ফেসবুক আইডি থাকলেই বীগো লাইভের সাথে সিনক্রোনাইজ করে
চালান যাচ্ছে বিগো লাইভ। এখানে কিছু বিশেষ মেয়েরা তাদের অশ্লিল কর্মকান্ড চালাচ্ছে অবলীলায় এবং মদ সিগারেট লাইভে
এসে খাচ্ছে অবলীলায় যা আইনের পরিপন্থী। এই অবস্থায় যদি বিগো
লাইভ বাংলাদেশ থেকে যদি বন্ধ না করা হয় তবে আমদের দেশের শিশুদের (০-১৮বছর) জন্য হুমকিস্বরূপ, আমাদের দেশে যেভাবে ধর্ষণ বাড়ছে এভাবে যদি শিশুরা বিগো
লাইভ দেখতে থাকে তাহলে এর মাত্রা আরও বেড়ে যাবে। মাননীয় টেলিযোগাযোগ মন্ত্রীর
দৃষ্টি আকর্ষন করে বলতে চাই, বাংলাদেশে যেন অতি দ্রুত বিগো ল্লাইভ বন্ধ করা হয়।
সুন্দর আগামির প্রত্যাশা
নিয়ে আজকের মতো লেখআ শেষ করছি।ধন্যবাদ সবাইকে।
No comments:
Post a Comment